১৭ জুলাই, ২০২৩ ১১:৩৫

খিলক্ষেতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

খিলক্ষেতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাতুল কাজী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। রাতুল একটি বেসরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। 

রবিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আত্মীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাতুলের চাচাতো ভাই নাদিম বলেন, রাতুলের বাসা বরুড়া খিলক্ষেত এলাকায়। রাতে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানাকে জানিয়েছি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর