ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান ও সাংবাদিক হেনস্থার ঘটনা ঘটেছ। দুপুর সাড়ে ১২টায় ভাষানটেক এলাকার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোহাম্মদ এ আরাফাতের সমর্থকরা বাংলাদেশ প্রতিদিনের এক ফটোসাংবাদিক এবং বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের দুজন ক্যামেরাপারসনকে হেনস্থা করে। হেনস্থার শিকার সংবাদকর্মীরা হলেন, ফটোসাংবাদিক জয়ীতা রায় এবং ক্যামেরাপারসন সাগর ও আজহারুল ইসলাম।
হেনস্থার শিকার ফটোসাংবাদিক জয়ীতা রায় জানান, কলেজের সামনের রাস্তায় উপ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ভিডিও ফুটেজ সংগ্রহকালে মোহাম্মদ এ আরাফাতের কিছু কর্মী সমর্থকরা হিরো আলমের লোক ভেবে তাদের উপর চড়াও হন। ফুটেজ সংগ্রহের কাজে বাধা দেন। গালাগালি করেন এবং গায়ে ধাক্কা দিয়ে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন