১৭ জুলাই, ২০২৩ ১৬:৪৩

বরিশাল ক্লাবের সভাপতির দায়িত্ব পালনে মেয়র সাদিকের বৈধতার ব্যাখ্যা চেয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ক্লাবের সভাপতির দায়িত্ব পালনে মেয়র সাদিকের বৈধতার ব্যাখ্যা চেয়েছে আদালত

সাদিক আবদুল্লাহ

বরিশাল নগরীর অভিজাত বিনোদন ক্লাব বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর এবং অফিস সেক্রেটারী পদে মো. আমিনুল ইসলাম পরানের দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা জারী করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

এক ক্লাব সদস্যের দায়ের করা মামলার শুনানী শেষে সোমবার বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান এই আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাবপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ১৩ জুলাই ক্লাবের নিয়মিত সদস্য মফিজুর রহমান চৌধুরী বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ এবং অফিস সেক্রেটারী আমিনুল ইসলাম পরানকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। ১৬ জুলাই বাদীর আইনজীবী বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করেন আদালতে। 

আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা বিষয়ে শুনানী করেন। শুনানী শেষে বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না আগামী ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। 

ওই আদালতের বেঞ্চ সহকারী বায়েজিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর