রাজধানীর মোহাম্মাদপুর থেকে মো. কামাল (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে (র্যাব)। কামাল দীর্ঘ সাত বছর পলাতক ছিলেন।
মঙ্গলবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল একজন পেশাদার মাদক কারবারি। ২০১৭ সালের ৪ জানুয়ারি বিপুল মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। পরে তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়। ওই মামলায় ৩ মাস জেলহাজতে থাকার পর আদালত থেকে জামিনে নেন কামাল। কিন্তু নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু আইন এবং মাদক আইনসহ একাধিক মামলা রয়েছে। কামালকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন