বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সংকট এবার রাজপথেই সমাধান হবে।
মঙ্গলবার দুপুরে পুরানা পল্টন কস্তুরী চত্বরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে যুগপৎ ধারায় একদফা দাবীতে পদযাত্রা পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মোঃ আমিনুল ইসলাম আমিন, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন