খুলনায় ইজিবাইক চালক মিরাজ কাজীকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, পূর্ববিরোধের জের ধরে গত ৩ জুলাই রাতে দৌলতপুর স্টেশন রোড হেলাল জুট মিলের অভ্যন্তরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিরাজ কাজীকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ২দিন পর ৭নং ঘাট সংলগ্ন নদীর পাড় থেকে মিরাজ কাজীর লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে।
তদন্তে জানা যায়, ইজিবাইক চালক মিরাজকে ওই রাতে আসামি সোহেল হোসেন ফোন করে ডেকে নেয়। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মাদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে খুলনা সদর নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল