রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী বিদ্যুৎ গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম হাসান হাওলাদার (৩০)। তিনি সায়েদাবাদে একটি ওয়ার্কশপে কাজ করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর সদর জেলার গোফখালী গ্রামের মুন্নাফ হাওলাদারের ছেলে হাসান। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, বিদ্যুৎ গলিতে রাতে দুর্বৃত্তরা ওই যুবকের বুকের দুই পাশে দুটি ও বাম হাতে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তখন দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম