রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় হান্নান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে তার শিশুকন্যা মাদরাসাছাত্রী মিম আক্তার (১২)।
আজ বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী মাতুয়াইল ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান হান্নান। মিমকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান জানান, জানতে পেরেছি, মাতুয়াইল এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল চালক মারা গেছেন এবং এক মেয়ে আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে পথচারী মোমেনা বেগম বলেন, মাতুয়াইল ইউটার্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে। পরে অন্যদের সহায়তায় মেয়েটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি আমরা। ঘটনাস্থলে মেয়েটির বাবা মারা গেছেন।
মিমের আত্মীয় সাদ্দাম হোসেন জানান, তাদের বাড়ি তুষারধারা আবাসিক এলাকায়। মিম এলাকায় একটি মাদরাসার পঞ্চম শ্রেণিতে পড়ে। হান্নান মোটরসাইকেলের পেছনে মেয়ে মিমকে নিয়ে যাওয়ার সময় মাতুয়াইল ইউটার্ন এলাকায় কোনো একটি যানবাহন সোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলে মারা যান হান্নান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ