বরিশাল বিভাগের কয়েকটি নদীর পানি আরও বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগের ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
অপরদিকে দৌলতখান পয়েন্টে এই দুই নদীর পানি বিপৎসীমার (২.৭৫ মিটার) ৭ সেন্টিমিটার উপর দিয়ে, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার (২.৫০ মিটার) ৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং পিরোজপুরে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করে প্রবাহিত হয়েছে।
এছাড়া পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি কিছুটা কমে বিপৎসীমার (১.৮৫ মিটার) ৩ সেন্টিমিটার নিচ দিয়ে, মির্জাগঞ্জ পয়েন্টে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে, ভোলা খেয়াঘাটে তেতুলিয়া নদীর পানি ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, বিষখালী নদীর ঝালকাঠী পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং একই নদীর পানি বেতাগী পয়েন্টে ৬ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই