রাজধানীর হাতিরঝিল লেকের পানি থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি, তবে নিহতের বয়স ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে যায়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা এসে হাতিরঝিল মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছি। তার নাম-পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক