রোটার্যাক্ট ক্লাব অফ ঢাকা ইউনিভার্সিটির ((আরসিডিইউ) উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০ টায় ঢাকার লালবাগের ইসলামবাগ মাওরা বসতিতে ‘গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাদ্য সরবরাহ প্রকল্প’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং রোটারি জেলা ৩২৮০, বাংলাদেশের সাবেক জেলা প্রশাসক এ.কে.এম শামসুল হুদা।
আরসিডিইউ গত ৩৪ বছর ধরে সমাজ সেবামূলক প্রকল্পের আওতায় অসহায় মানুষদের নিয়ে কাজ করে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত রোটারি বর্ষে (২০২২-'২৩) প্রায় দুই শতাধিক মানুষকে খাদ্য বিতরণসহ শিক্ষা উপকরণ বিতরণ করে আরসিডিইউ। এরই ধারাবাহিকতায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাদ্য সরবরাহ প্রকল্পের মাধ্যমে দশ জন গর্ভবতী, প্রসূতি ও শিশুকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ প্যাকেট দুধ, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু এবং ২ টি করে সাবান) সরবরাহ করা হয়। পাশাপাশি রোটার্যাক্ট ক্লাব অফ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এর সহায়তায় মেডিকেল চেক-আপ এবং মায়েদের আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে আরসিডিইউ এর রোটার্যাক্টরগণসহ উপস্থিত ছিলেন প্রকল্পের সার্বিক পৃষ্ঠপোষক, রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটান (আরসিডিসি) এর সভাপতি অধ্যাপক রণজিত কুমার নাথ এবং আরসিডিসি সচিব মো: সুলতান বায়েজিদ রুমী। এই প্রকল্পটি আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক ও পৃষ্ঠপোষকরা।
বিডি প্রতিদিন/নাজমুল