২৯ জুলাই, ২০২৩ ২৩:০১

রাজধানীতে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীতে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) রাতে ফকিরাপুলে শেল্টার আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে হোটেলটির তৃতীয় তলায় ৩১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
এসআই আরও জানান, ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চরভাড়াদি গ্রামে। বাবার নাম ইয়েজেল মন্ডল। এলাকায় জমি কেনা বেচার করতেন তিনি। গত ৭ জুন ঢাকায় এসে ফকিরাপুলের ওই হোটেলে উঠেন। শনিবার তার বন্ধু শাহিন তাকে ফোন করে না পেয়ে ঢাকার দোহার থেকে হোটেলে আসেন। হোটেলে ওই রুমের দরজা খুলে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর