৩১ জুলাই, ২০২৩ ১৬:৫০

বরিশালে দায়িত্ব নিলেন নতুন ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দায়িত্ব নিলেন নতুন ডিআইজি

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জামিল হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী ডিআইজি মো. আক্তারুজ্জামান। সোমবার দুপুর ২টায় নগরীর কাশিপুর ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাব পালাবদল করেন তারা। এর আগে রবিবার রাতে জেলা পুলিশ লাইনসের একটি হলে বিদায়ী ডিআইজিকে সংবর্ধনা দেন রেঞ্জ ও জেলা পুলিশ সুপার কার্যালয়। অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। 

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংবর্ধিত ডিআইজি মো. আক্তারুজ্জামান ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকাদর মো. ইউনুস, মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম ও মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর