৩ আগস্ট, ২০২৩ ০৮:১২

তুচ্ছ ঘটনায় রাজধানীতে লেগুনাচালককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

তুচ্ছ ঘটনায় রাজধানীতে লেগুনাচালককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

লুকিং গ্লাস ভাঙার অপরাধে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করেছে প্রাইভেটকারের যাত্রীরা। বুধবার (২ আগস্ট) দিবাগত রাতে  রাজধানীর পান্থপথে এ ঘটনা ঘটে।

নিহত লেগুনাচালকের নাম সবুজ। তার বাড়ি বরিশাল জেলায়। এ ঘটনায় প্রাইভেটকার শনাক্ত কিংবা হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা যায়নি।

ঘটনাস্থলে থাকা অন্য চালকরা জানান, গ্যাস না থাকায় আরেকটি লেগুনার সহায়তায় গ্যাস নিতে ফার্মগেট থেকে পান্থপথ হয়ে কারওয়ান বাজার পাম্পে যাচ্ছিলেন সবুজ। পান্থপথ এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে সবুজের লেগুনার ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের লুকিং গ্লাস ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ভাঙা লুকিং গ্লাস দিয়ে সবুজকে পেটায় প্রাইভেটকারের যাত্রীরা।

একপর্যায়ে মাথায় গুরুতর আঘাত পান সবুজ। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় প্রাইভেটকারের যাত্রীরা। আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তেজগাঁও থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেজগাঁও থানা পুলিশ। প্রাইভেট কার ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে সিটিটিভি ফুটেজ খোঁজ করার কথা জানায় তারা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর