প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে রংপুরে আরও ৬৭৮ জন ভূমিহীন-গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছে। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের উদ্বোধন করবেন। সেই সাথে বদরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
তিনি বলেন, রংপুর জেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বুধবার ৬৭৮ জন ভূমিহীন গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এতে করে রংপুরের তারাগঞ্জ, কাউনিয়া ও বদরগঞ্জ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হবে। এছাড়া এখন পর্যন্ত জেলায় ৪৮৭ জন ভূমিহীন-গৃহহীন রয়েছে। তাদেরও পর্যায়ক্রমে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই