আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ত্রুটি সারানোর পর তা স্বাভাবিক হবে।
এদিকে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া অন্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।
কারিগরি ত্রুটি বলতে মেট্রোরেলে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইনে কোনও কিছু পড়ার কারণে এই ত্রুটি দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন গণমাধ্যমকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন।
তিনি বলেন, “কোথায় সমস্যা হয়েছে তা যাচাই করে দেখছেন সংশ্লিষ্ট কর্মীরা। তারা রেললাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং পরীক্ষা করে দেখছেন। সমস্যার জায়গা খুঁজে পেলে তা সমাধানের পর মেট্রোরেল চলবে।”
বিডি প্রতিদিন/কালাম