চতুর্থ দফায় বরিশাল জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ভূমি ও গৃহহীন ৮৭৪টি পরিবার। ২ শতাংশ খাস জমির উপর ২ কক্ষ বিশিষ্ট ঘরের চারপাশে সবজি চাষসহ আয় বর্ধক নানা সুযোগ রাখা হয়েছে। ২৯৪ বর্গফুট আয়তনের প্রতিটি ঘর নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার ভূমি ও গৃহহীনদের মাঝে এই ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ২৫৬টি পরিবারের হাতে ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় বিএমপির অতিরিক্ত কমিশনার মো. শওকত আলী, অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, জেল পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
একই সময়ে হিজলায় ১৬৮টি, বানারীপাড়ায় ১৬৩টি, মেহেন্দিগঞ্জে ১৫০টি, বাবুগঞ্জে ৬২টি, আগৈলঝাড়ায় ৩৫টি, উজিরপুরে ২০টি এবং মুলাদীতে ২০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবিসহ জমির দলিল হস্তান্তর করে স্ব-স্ব উপজেলা প্রশাসন।
এর আগে ৩ দফায় বরিশাল জেলার ১০ উপজেলায় ভূমি ও গৃহহীন ৪ হাজার ৭শ ৪১টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ