বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি’র উদ্যোগে বুধবার (০৯ আগস্ট) রাতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হয়দার বাবুল, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জুলহাস উদ্দিন মাসুদ, হুমাউন কবীর মাসুদ, সাইফুল আহসান বিপু, মঞ্জুরুল আহসান জিসান, বদিউজ্জামান টলন, মহানগর শ্রমিকদল আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সুফিয়া আক্তার, সাধারন সম্পাদক পাপিয়া পারীভন, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামায়ে দলের সদস্য সচিব হাফেজ মুহাম্মাদ আবু নাঈম খান। মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ দলের অনেক নেতা অসুস্থ। তাদের আশু রোগ মুক্তি এবং সরকার বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ