নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৯ আগস্ট) দিনগত রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার ফিরোজ মার্কেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জিতু মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, তিনি ফিরোজ মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সবগুলো তালা ভাঙ্গা এবং তিনশত চালের বস্তা ও ৭ কার্টুন সয়াবিন তেলসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এই ঘটনা থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ