বিরোধী জোটের চলমান এক দফা আন্দোলনের সুনামিতে সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আমরা তো এখনও আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের লোকেরা বলে তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমরা বলবো, কত বড় ধাক্কা লাগবে? তুফানের সাথে কিন্তু সুনামিও আসে। দরকার হলে আমরা সবাই মিলে সেটাও তৈরি করব। এক দফার চূড়ান্ত আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে যাবে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভাইস চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন প্রমুখ।
পরে গণমিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট তোপখানা রোড, সচিবালয়, পল্টনমোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে নয়াপল্টন লেবার পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ