জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের হলরুমে এই সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সভায় মহানগর ও ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ