সিরাজগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ’ পিস নেশাজাতীয় অ্যাম্পল ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী। গ্রেফতাররা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার গয়ালমারা গ্রামের মৃত মেহের আলীর ছেলে মো. রকিম আলী (৩৬) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামের মো. মন্টুর স্ত্রী মোছা. লাইলী (৪৮)।
ডিবির ওসি রওশন আলী জানান, পুলিশ শুক্রবার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রকিম আলীকে গ্রেফতার করে।
অপরদিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিচ নেশাজাতীয় অ্যাম্পল ইনজেকশনসহ লাইলী নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ