১৪ আগস্ট, ২০২৩ ১১:৩৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। 

সোহেলকে হাসপাতালে আনা পথচারী মো. মোশারফ হোসেন জানান, ভোরে তিনি ধোলাইপাড় দিয়ে যাওয়ার সময় নৌকা ব্রিজের নিচে মানুষের জটলা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন। তখন শুনতে পান, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। পরে কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে জানান, এখন পর্যন্ত ওই যুবকের কোনো স্বজনকে পাওয়া যায়নি। তবে জানা গেছে, ওই যুবক ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে বাসে যাত্রী উঠিয়ে দিতেন এবং এর বিনিময়ে বাস থেকে ১০-২০ টাকা করে পেতেন। শ্যামপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর