রংপুর রেলওয়ে স্টেশনে যুক্ত হচ্ছে আরেকটি কমিউটার ট্রেন। গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত রামসাগর এক্সপ্রেস নামে এই ট্রেন ৩০ আগস্ট থেকে চলাচল শুরু করবে। এই ট্রেন যুক্ত হলে মোট ৭ জোড়া ট্রেন রংপুর রেল স্টেশনে য়ুক্ত হবে।
রংপুর রেলস্টেশনের সুপার সূত্রে জানা গেছে, বোনারপাড়া-রংপুর-দিনাজপুর-পঞ্চগড় পর্যন্ত ট্রেনটি পরিচালনার জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে অনুমোদন দেওয়া হয়েছে। সময়সূচি অনুযায়ী রামসাগর এক্সপ্রেস ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে সকাল ৮টার দিকে রংপুর স্টেশনে পৌঁছাবে। রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ছেড়ে রংপুরের ওপর দিয়ে আবার বোনারপাড়ায় পৌঁছাবে। বোনারপাড়া থেকে পঞ্চগড়ের দূরত্ব ২৬২ কিলোমিটার। মোট ২৫টি স্টেশনে থামবে এই ট্রেন। রংপুর থেকে বোনারপাড়া পর্যন্ত ১২টি এবং রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত যেতে থামবে ১৩টি স্টেশনে। রংপুর রেলস্টেশনে বর্তমানে ৩ জোড়া আন্তঃনগর, কমিউটার ২ জোড়া এবং একজোড়া লোকাল ট্রেন চলাচল করছে।
সূত্রমতে এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। ৮টি বগিতে ৪৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে এই ট্রেন। রামসাগর এক্সপ্রেসের থাকবে একটি সিটিং কাম লাগেজ ভ্যান এবং নয়টি সেকেন্ড সিটার ক্লাস কোচ। ট্রেনটির সাপ্তাহিক অফ-ডে থাকবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার এবং বোনারপাড়ায় থেকে শুক্রবার।
সাধারণ যাত্রীদের মতে, এই ট্রেনটি চালু হলে রংপুরের মানুষের অনেক সুবিধা হবে। সকালে রওনা দিয়ে দিনাজপুর-পঞ্চগড়ের যেকোনো স্টেশনে নেমে প্রয়োজনীয় কাজ সেরে আবার ফিরতি ট্রেনে রংপুরে পৌঁছাতে পারবে। ট্রেনটি চালুর সিদ্ধান্তে খুশি অনেকেই।
রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইমলাম মিলন বলেন, সকাল বেলা এই ট্রেন চলাচল করলে ব্যবসায়ী ও চাকরিজীবীদের অনেক সুবিধা হবে। তারা দিনের বেলায় দিনাজপুর পঞ্চগড়ের যেকোনো স্থানে যেতে পারবে।
রংপুর রেলওয়ে স্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, এই ট্রেন আধুনিক ও সুন্দর। এটি চালু হলে এই অঞ্চলের মানুষের অনেক উপকার হবে।
বিডি প্রতিদিন/এমআই