বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য জনগণ এই সরকারকে ক্ষমতায় বসায়নি। করিডর ও চট্টগ্রাম বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ।’
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশের এই পোর্ট (চট্টগ্রাম বন্দর) চালাতে তো আপনিই পারেন। অন্যের হাতে কেন? এটা নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে।’
জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য আরও বলেন, ‘একটা নির্দিষ্ট রোডম্যাপ চায় জনগণ। কেন দিতে পারছেন না? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সকল বিষয়ে অবগত হওয়ার পরও কোথায় আটকে আছেন?’
বিডি-প্রতিদিন/শআ