ডেঙ্গু প্রকোপ শুরুর ৪ মাস পর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বরিশালে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর সদর রোডে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
লিফলেট বিতরণকালে আলতাফ হেসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, এই সরকার এতদিন বলে আসছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দেশের এই দূরবস্থা। এখন শুনবেন ডেঙ্গুর জন্য দেশের এই দূরাবস্থা। দেশের দূরাবস্থায় সরকারের তরফ থেকে যা করার ছিল তা সঠিকভাবে করা হচ্ছে না। তারা ডেঙ্গু প্রতিরোধে যে বাজেট দিয়েছিলো তা মিস ইউজ হয়েছে। ওষুধপত্র কিনতে পারছে না। ডাক্তারের কমতি রয়েছে। এ অবস্থায় জনগণকে সাহায্য করতে ডেঙ্গুর প্রকোপ থেকে তাদের রক্ষায় বিএনপিসহ সমমনা দলগুলো বাংলাদেশের সব শহরে, সব থানায় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে।
এ সময় বিএনপি কেন্দ্রিয় নির্বাহী নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে বরিশালে মে মাস থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। এর ৪ মাস পর জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে প্রচারণা চালায় তারা।
বিডি প্রতিদিন/এএ