গাজীপুরের কালিয়াকৈরে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগী। এতে আতঙ্কে রয়েছে স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ। কিন্তু ডেঙ্গু ওষুধের নেই কোনো ব্যবস্থা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত এক মাসে ৪১৫৬ জন রোগীর পরীক্ষা করেছে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে ২৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৩২ জন ডেঙ্গু রোগী ওই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। বাকি ডেঙ্গু রোগীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ডেঙ্গু রোগীর মধ্যে শিশু ও শিক্ষার্থীরাও রয়েছে। এতে আতঙ্কে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ডেঙ্গু রোগীর আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা।
গিতা সূত্রধর, হাসনা বেগম, লেহাজ উদ্দিন, হেলেনা বেগমসহ একাধিক অভিভাবক জানিয়েছেন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে পানি জমে থাকায় ডেঙ্গুর বিস্তার ঘটছে। এতে শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই বলেও তাদের অভিযোগ।
শিক্ষার্থী জয়া সাহা, অভিত্র সরকার, হাসি আক্তার, আলিনুর, শিখা সাহা, কলি সূত্রধরসহ অনেকই জানান, আমাদের বিদ্যালয়ের আশপাশে পানি রয়েছে। এজন্য আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি। কোন সময়ে যেন ডেঙ্গু কামড়ে দেয়, আর আমরা ডেঙ্গু রোগী হই। স্কুলের মাঠে পানি জমে থাকে এবং স্কুলের ভেতরে অপরিষ্কার রয়েছে। এতে ডেঙ্গুর সংক্রমণ হতে পারে।
চাপাইর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রহমান জানান, প্রতিনিয়ত ক্লাস রুম ও তার আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখছি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মো. আরিফ হোসেন জানান, বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকে। ডেঙ্গু আতঙ্কে প্রতিনিয়ত আমরা পরিষ্কার করছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জায়েদা আখতার জানান, আমাদের ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিটি স্কুলে আমরা সতর্ক করে চিঠি দিয়েছি। মাসিক মিটিংয়ে ডেঙ্গু বিষয়ে আলোচনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান জানান, প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। তবে সব বয়সী লোকদের ডেঙ্গু হতে পারে। তবে বাচ্চাদের ডেঙ্গুর ঝুঁকি বেশি। সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ইতিমধ্যেই আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সচেতন করছি। ডেঙ্গু ওষুধের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। তবে সিদ্ধান্ত আসলে ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/এমআই