শিরোনাম
২ অক্টোবর, ২০২৩ ২২:০৪

ইকুরিয়া বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ দালাল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ইকুরিয়া বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ দালাল কারাগারে

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়ে পাঁচ দালালকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ দালাল হলেন আব্দুর রহিম (৩২), মো. ফারদিন হাসান নিশান (২৩), মাহাবুব আলম রনি (৩২), মো. মঈন উদ্দিন (৫২) এবং মো. সজীব আহমেদ (৩০)। 

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-২ এর কার্যালয়ে অভিযান পরিচালনাকালে এই পাঁচ দালালকে হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাদের ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর