৩ অক্টোবর, ২০২৩ ১৪:৪৬

রেলে কাটা পড়ে মৃত্যু, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়

অনলাইন ডেস্ক

রেলে কাটা পড়ে মৃত্যু, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়

প্রতীকী ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শ্রী সুনীল চন্দ্র সুত্রধর।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় রেললাইন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে লোকটি অন্যমনস্ক হয়ে রেললাইনের উপর বসে ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রনে কাটা পড়ে নিহত হন তিনি।

সুনীল চন্দ্র সুত্রধর বলেন, পরবর্তীতে সিআইডি’র মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট যাচাই করে তার জাতীয় পরিচয়পত্র শনাক্ত করা হয়। পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম ইব্রাহিম খলিল ইমান (২৭)। ভোলা জেলার দৌলত খান উপজেলার গিয়াসউদ্দিন ও জরিনা বেগমের ছেলে তিনি। 

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকার থানায় সংবাদ জানিয়েছি তার পরিবারের লোকজনদের খবর দেওয়ার জন্য।  পরিবারের কাউকে পাওয়া গেলে জানা যাবে তিনি কী করতেন, কোথায় থাকতেন, কেন সেখানে গিয়েছিলেন?

বিডি প্রতিদিন/আজাদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর