৩ অক্টোবর, ২০২৩ ১৭:৩০

'ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো বিএনপি-জামায়াত'

নিজস্ব প্রতিবেদক

'ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো বিএনপি-জামায়াত'

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র হত্যা করেছে বলে উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেছেন, জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে সারা দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছিলো। হাজার হাজার সেনা কর্মকর্তাকে বিনা বিচারে হত্যা করেছিলো। বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো বিএনপি-জামায়াত।

সোমবার রাতে ঢাকা-১৪ মিরপুর থানার ৭ নং ওয়ার্ডের ডুইপ আবাসিক এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
নিখিল বলেন, বাংলার মানুষ আজ আর বোকা নয়, বাংলার মানুষ এখন আর ঘুমন্ত নয়, তারা বঙ্গবন্ধু কন্যার হাত ধরে জেগে উঠেছে, বাংলার মানুষ ডিজিটাল বাংলাদেশ পেয়েছে। আর এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে নবদিগন্তে। তিনি উপস্থিত সকলকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান। 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ডুইপ আবাসিক এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি বেনজির আহমেদ ভূঁইয়া। মিরপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম. কে উদ্দিন রাজার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ স্বপন, ৭ নং ওয়ার্ডের অন্তর্গত ৩ নং ইউনিট আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, ৫ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুলাল, ৭ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি গোলাম মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হোসেন, ৯ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, ১০ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক আব্দুর রব, ১১ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মল্লিক ডাব্লিউ, সাধারণ সম্পাদক সৈয়দ ইস্কান্দার, ১৫ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন রিপন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সুমন, ১৭ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক ইঞ্জি. ফরিদ হোসেন, বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগের সভাপতি মোঃ আলী হোসেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের কার্যনির্বাহী কমিটির সদস্য বাদশা ফরাজি, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী আরকান, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাডলা, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল সরদার, ৯৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ তানিম কায়েস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক পালোয়ান রনি প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর