৪ অক্টোবর, ২০২৩ ০০:২৪

রাজধানীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

রাজধানীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা থেকে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মো. আসিফ, মো. ফারুক ও মো. আবুল কাশেম। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।   তিনি জানান, উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, কয়েকজন ব্যক্তি উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর