১০ অক্টোবর, ২০২৩ ১৫:৩১

রাজধানীতে বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীতে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন গণমাধ্যমে জানান, আজিমপুর বাসস্ট্যান্ডের টয়লেটের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত আবেদ আলী ভবঘুরে প্রকৃতির ছিল। পেশায় ভিক্ষাবৃত্তি করত। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর