১৯ অক্টোবর, ২০২৩ ১৭:৫৯

বরিশালের সিনিয়র সাংবাদিক এসএম ইকবালের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সিনিয়র সাংবাদিক এসএম ইকবালের দাফন সম্পন্ন

বরিশালের সিনিয়র সাংবাদিক, সাবেক জনপ্রতিনিধি এবং পেশাজীবী ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাবেক সভাপতি এসএম ইকবাল (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কেন্দ্রিয় শহীদ মিনারে জানাজা নামাজ শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহেআলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এর আগে কেন্দ্রিয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা এসএম ইকবালকে গার্ড অব অনার এবং সালাম প্রদান করেন পুলিশের চৌকস একটি দল। 

সালাম প্রদানের আগে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে সিটি মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এসএম ইকবালের মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এর আগে সকাল ১১টায় প্রেসক্লাবে এবং সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে এসএম ইকবালের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক এবং আইনজীবীরা। 

বুধবার বিকেল ৪টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর