২৪ অক্টোবর, ২০২৩ ১৯:০৫

বিএনপির সমাবেশ, রংপুর বিভাগের ১০ হাজার নেতাকর্মীর ঢাকা যাওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিএনপির সমাবেশ, রংপুর বিভাগের ১০ হাজার নেতাকর্মীর ঢাকা যাওয়ার প্রস্তুতি

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাক দিয়েছে বিএনপি। মহাসমাবেশে যোগ দিতে রংপুর বিভাগের ৮ জেলা ও মহানগর থেকে ১০ হাজার নেতা-কর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে নেতা-কর্মীদের শঙ্কা যাত্রাপথে তাদের হয়রানি করা হতে পারে। বিএনপি’র একাধিক নেতার সাথে কথা বলে এমনটা জানা গেছে। এর আগে ২৭ জুলাইয়ের সমাবেশে রংপুর থেকে অনেক নেতা-কর্মী ঢাকার সমাবেশে যোগ দিয়েছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ ও মুক্তির লক্ষ্যে ১ দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি ও যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ। তিনি বলেন, আগামী ২৮ তারিখ বিএনপির মহাসমাবেশ ঢাকায় করা হবে। সমাবেশকে ঘিরে আমাদের সব রকম প্রস্তুতি আছে, সেদিন আমরা আগামী কর্মসূচি দেব। রংপুর মহানগর ও জেলার সকল নেতৃবৃন্দ প্রস্তুত, আমরা সমাবেশ সফল করবো এবং আগামীতে যে কর্মসূচি দেবে তা আমরা সাহসিকতার সাথে পালন করবো।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, বিএনপি একের পর এক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ও পুলিশ কিছু কিছু জায়গায় বাধা দিচ্ছে। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করা হচ্ছে। নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ ওইসব কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন। তবে নেতাকর্মীদের আশঙ্কা ২৮ তারিখের আগের কিংবা পরে বাস চলাচল বন্ধ করে দিতে পারে সরকার দলের পক্ষ থেকে। তাই অনেকে দু’একদিন আগে ঢাকায় গিয়ে অবস্থান নেবেন।

তিনি বলেন, রংপুর মহানগর ও জেলা থেকে দেড় হাজার নেতা-কর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া বিভাগের অন্য জেলাগুলো থেকে কম পক্ষে ৮/১০ হাজার নেতা-কর্মী ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর