রংপুরে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গেণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেনসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড চালালে তা কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দেন।বিডি প্রতিদিন/এমআই