বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা ডাকা অবরোধে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
আজ রবিবার সকাল ৯টার পর একে একে নেতারা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জড়ো হয়ে কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রথমে ঢাকা মহানগর আওয়ামী লীগ অবরোধ বিরোধী মিছিল বের করে। এরপর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ, মৎসবীজী লীগ, কৃষক লীগের নেতারা মিছির বের করেন।
মহানগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদও উপস্থিত রয়েছেন। আছেন বর্তমান কমিটির সহ-সভাপতি হেদায়াতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আক্তার হোসেন, আইন সম্পাদক জগলুর কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
যুবলীগের মিছিল পূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান আরিফ,উপ শিক্ষা আলতাফ হোসেন, প্রচার সম্পাদক এরমান হক বাবু।
বিএনপির অবরোধের নামে ‘আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে’ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার শামীম, মানিক ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাস্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল,উপদেষ্টা আশিষ কুমার মজুমদার, আবু তাহের, শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাফিউর করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, আবম্মেদ জুয়েল, ছাইফুর রহমান ছিন্টু, উপদেষ্ঠা আশিষ কুমার মজুমদার, আবু তাহের, শহিদুল ইসলাম, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, রাহুল দাস, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, মুর্তুজা হায়দার শরীফ, আবদুল্লাহ আল কাফি প্রমুখ।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটা ওয়ার্ড, থানায় সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডেমরার প্রবেশপথ সুলতানা কামাল সেতুতে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ