৮ নভেম্বর, ২০২৩ ০৭:২৮

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর ইস্কাটনে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- আরিফুল ইসলাম ও অর্জুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ইস্টার্ন টাওয়ারের সামনে একটি ট্রাক মোটরসাইকেলের দুই আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন দিয়ে বলা হয়, সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর