রাজধানীর ইস্কাটনে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) রাতে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- আরিফুল ইসলাম ও অর্জুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ইস্টার্ন টাওয়ারের সামনে একটি ট্রাক মোটরসাইকেলের দুই আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন দিয়ে বলা হয়, সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ