বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধে সহিংসতা ঠেকাতে রাজধানীতে মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর-উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
বুধবার সকাল থেকে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল বের করে। বেলা সাড়ে ১১টায় গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে জিপিও হয়ে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন- ‘গণতন্ত্রের শত্রুরা, হুঁশিয়ার সাবধান; অবৈধ অবরোধ মানি না, মানবো না। আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক অ্যাকশন; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও। শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে।
মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, ডা. দীলিপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য শহিদুল ইসলাম মিলন,গিয়াস উদ্দিন পলাশসহ আরও অনেকে।
একই স্থানে যুবলীগের উদোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুলের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতি রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, মশিউর রহমান চপল, কৃষি ও সমবায় সম্পাদক হারিস হোসেন সাগর, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি দীল মোহাম্মদ খোকা, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবাদুল হক সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোফরান গাজী, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ-জামান, উপশিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, সদস্য এ.আর বাচ্চু। এছাড়াও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতৃবৃন্দ ও ঢাকা-৮ আসনের অন্তর্গত সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের নেতা সিফাত সাদেকীন চপল, কদমতলী থানা আওয়ামী লীগের নেত্রী শারমিন রহমান কাকলি, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী ঝর্না হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলেপ হোসেন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ খান, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার ও নেতা-কর্মী।
বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে ৬৭, ৬৮, ৬৯,৭০নং ওয়ার্ড আওয়ামী লীগ ডেমরা স্টাফ কোয়ার্টার মেইন রোড এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান ও অবরোধ বিরোধী মিছিল কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান হাবু, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক আজমত উল্লাহ, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ডেমরা থানা যুবলীগের সভাপতি আব্দুর রহমান, মোয়াজ্জেম মেম্বার, সভাপতি, মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
বেলা ১১টায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার সুমি, তানিয়া আকতার শোভাসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের নেতারীরা অংশ নেয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, দেবাশিষ বিশ্বাস, শামীম শাহরিয়ার শামীম, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, ফারুক আমজাদ খান, কাজী শাহানাজ ইয়াসমিন, ড. জমির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোবাস্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহা নগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, আফম মাহাবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারেক সাঈদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম আবুল, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল,তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ সম্পাদক মন্ডলীর সদস্য আবম্মেদ জুয়েল, এডভোকেট শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোস্তফা কামাল মনি, সাকিল আহম্মেদ জুয়েল,ইঞ্জিনিয়ার কোবাদ, প্রিন্সিপাল আব্দুল হান্নান, আশিষ কুমার সিংহ, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন, রাহুল দাস, মুর্তুজা হায়দার শরীফ, রাহা কাজীসহ কেন্দ্রীয়, জাতীয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অধীন বিভিন্ন থানা ও ওযার্ড পর্যায়ের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টায় গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও আফজালুর রহমানের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিএনপি'র অরবরোধের বিরুদ্ধে শান্তির মিছিল বের করে। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এদিকে, ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসির সামনে প্রতিবাদ সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ঢাকা বিশ্বিবদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত