সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফা অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিলে যোগ দিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরাও।
বুধবার রাজধানীতে ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে এক অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত প্রহসনের অবরোধ-হরতাল দিয়ে জনগণের জানমাল ক্ষতি করছে, এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রহসনের এই অবরোধ প্রতিহত করতে মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তারা এই অবরোধ মানে না। দেশনেত্রী শেখ হাসিনার যে উন্নয়নযাত্রা সেটা যেন অব্যাহত থাকে সে পথকে সুগম করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে।
বিডি-প্রতিদিন/বাজিত