বরিশালে সপ্তাহব্যাপী বিভাগীয় বই মেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বই মেলার উদ্বোধনী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
বিশেষ অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ূব।
৭ দিনব্যাপী বই মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কচিকাঁচার উৎসব, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা, মুক্ত আলোচনা এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ