অবরোধের মধ্যেই রাজধানীর গুলশান এলাকায় শ্রমিকলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকলীগ নেতার নাম আফজাল মোল্লা (৪৫)। তিনি গুলশান থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
তাকে আহত অবস্থায় রাত পৌনে ১০টায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তার বন্ধু মনির হোসেন।
তিনি বলেন, ডিসিসি মার্কেটের সামনে দুলাল, ইমরান, সাইফুল, লালন, সজল, ইমরান, সোহেল ও সাইদসহ ৮-১০ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় তার ডান বাহুতে ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
মনির হোসেন আরও বলেন, ‘হামলাকারীরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদীর সহযোগী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
প্রত্যক্ষদর্শী থানা শ্রমিক লীগের সভাপতি শাওন বলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা বিপ্লবকে হামলা করে। উপুর্যুপরি কুপাতে থাকে। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তির চিকিৎসা জরুরি বিভাগে চলছে। তার বাসা দক্ষিণ বাড্ডায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ