অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় পুরানা পল্টন মোড় থেকে মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)।
মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির বলেন, শেখ হাসিনার অধীনে এই দেশে আর কোন নির্বাচন হবে না। এটাই হচ্ছে প্রথম ও শেষ কথা। এর বাইরে আর কোন কথা নাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন