বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সোমবার দুপুরে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, জয়নাল আবেদীন, এড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য-ষড়যন্ত্রমূলক আপরাজনীতির হরতাল ও অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করবে। আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী যেকোনো কর্মসূচির প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত