বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা করে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত পৌর কাউন্সিলর মো. আল-আমিন হাওলাদার জানান, বরিশাল নগরীতে জরুরি কাজ শেষে দুপুরে তিনি ফলপট্টির একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। হঠাৎ ৪টি মোটর সাইকেলযোগে ৮/১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে ঘিরে ধরে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপহরণের জন্য মোটরসাইকেলে তোলার সময় তিনি চিৎকার করেন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় একজন হামলাকারীকে আটক করে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।বিডি প্রতিদিন/এমআই