রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ২টার দিকে নেভায়।
বিডি-প্রতিদিন/বাজিত