রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা আহত প্রকৌশলী খায়ের গাজী (৪৪)-এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ১৫ শতাংশ বার্নসহ বিভিন্ন স্থান ইনজুরি ছিল। এ ঘটনায় বর্তমানে চারজন আইসিইউতে সহ ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রকৌশলী খায়ের গাজী এবিএন সিএনজি স্টেশনে কর্মরত ছিলেন। ঘটনার সময় রয়েল ফিলিং স্টেশনে আগুন দেখে তাদের সহযোগিতা করার জন্য এসেছিলেন বলে জানান ওই প্রতিষ্ঠানের ম্যানেজার কামরুল হাসান।
প্রকৌশলী খায়ের গাজীর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আফাজ উদ্দিন গাজীর ছেলে খায়ের। তবে বর্তমানে রাজধানীর কল্যাণপুরে পরিবার নিয়ে থাকতেন।
বিডি প্রতিদিন/আরাফাত