দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।
ভোট প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ ভোটগ্রহণ শুরু হওয়ায় ভালো লাগছে। আমি আমার ভোট প্রদান করেছি। আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করবো ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছতা যেন তুলে ধরা হয়। এতে ভোট নিয়ে কারও কোনো অনাস্থা থাকলে সেটা কেটে যাবে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘ভোটার উপস্থিতি কম নাকি বেশি তা আমি জানি না। আমার ভোট আমি দিয়ে গেলাম। আমাদের (নির্বাচন কমিশনের) কাজ ভোটের আয়োজন করা। আমি এগুলো নিয়ে কোনো চিন্তা করছি না।’
বিডি-প্রতিদিন/শফিক