গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ হিমন (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক। সেদিন সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
জানা গেছে, হিমন ঢাকার নবাবগঞ্জ থানাধীন ছোট বক্সনগর গ্রামের আবদুল মান্নানের পুত্র। তিনি তার নাম ও ঠিকানা বলতে পারেন।
তাকে খুঁজে না পেয়ে তার বাবার পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১৪৩৩/৩১-১২-২০২৪।
হিমনের পরিবার জানিয়েছে, গত প্রায় দুই সপ্তাহ (১৩ দিন) ধরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছে না। হিমনের সন্ধান পেলে ০১৭৭২৮৪৬৮৬১ নম্বরে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক