কুমিল্লা নগরীর সার্কিট হাউস ও ঈদগাহ মোড় এলাকায় অস্ত্রের মহড়া দেয়া ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।
পুলিশ সুপার জানান, শুক্রবার কিশোর অপরাধীদের রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০টি দেশীয় অস্ত্র ও ৯টি ককলেটসহ ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। রতন গ্রুপ ও ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয়। উভয়গ্রুপ দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুজন আহত হন। জনমনে আতংক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, ৩০ জানুয়ারি কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়ার দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        