২ মার্চ, ২০২৪ ২০:৩৭

‘জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৩’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‘জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৩’ অনুষ্ঠিত

সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের উদ্যোগে ‘জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ধানমন্ডি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ২০ জন প্রতিযোগী অংশ নেন।  

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগী শেষে তিন ক্যাটাগরিতে ৯ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ সার্টিফিকেট প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর অধ্যাপক আব্দুস সাত্তার, মেজর মন্জুরুল কবীর চৌধুরী, ড. মোস্তফা কামাল এবং শায়েখ মুহাম্মদ উসমানগনী। 

বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ বদরুল হক, সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল্লাহ সাফাসহ খ্যাতিমান চিত্রশিল্পী, বুদ্ধিজীবীরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর